ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে ভর্তি হতে পারবেন মহিলারা, সুপ্রিম কোর্টে ঐতিহাসিক সিদ্ধান্তের কথা জানাল কেন্দ্র
কেন্দ্রের ঐতিহাসিক সিদ্ধান্ত। এবার থেকে মহিলারাও এনডিএ অর্থাৎ ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে ভর্তি হতে পারবেন। বুধবার সুপ্রিম কোর্টে এমিনই জানিয়েছে কেন্দ্র। কিন্তু কীভাবে এনডিএ কোর্স করতে পারবেন মহিলারা, সে বিষয়ে কিছু সময় চেয়েছে কেন্দ্র। সুপ্রিম কোর্ট ২০ সেপ্টেম্বরের মধ্যে কেন্দ্রকে জবাব দিতে বলেছে।
বুধবার দেশের শীর্ষ আদালত জানিয়েছে, অত্যন্ত আনন্দিত যে দেশের সশস্ত্র বাহিনী নিজেই নারীদের এনডিএতে ভর্তি করার সিদ্ধান্ত নিয়েছে। আমরা জানি যে সংস্কার একদিনে হতে পারে না। ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির মাধ্যমে ভারতীয় সেনার জল, স্থল ও আকাশ তিন বিভাগেই অফিসার নিয়োগ করা হয়। সুপ্রিম কোর্ট এদিন শুনানির সময় জানিয়েছে,সশস্ত্র বাহিনী একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । বাহিনীতে লিঙ্গ সমতা নিশ্চিত করার জন্য আরও পদক্ষেপ করা দরকার। এরফলে নভেম্বরের ১ তারিখের পরীক্ষায় বসতে পারবেন মহিলারা।
অগাস্ট মাসে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি বা এনডিএ-তে ভর্তির পরীক্ষায় বসতে পারবেন মেয়েরাও বলে রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। এতদিন মহিলাদের সেনাবাহিনীতে চাকরি পাওয়ার একমাত্র উপায় ছিল শর্ট সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ৷ কেন্দ্রীয় সরকারের তরফে অবশ্য শীর্ষ আদালতে দাবি করা হয়ে, এনডিএ-এর মাধ্যমে সেনাবাহিনীতে সুযোগ পেলেও চাকরি জীবনে মহিলাদের তুলনায় পুরুষরা অতিরিক্ত কোনও সুবিধা পান না৷ এরপর এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা জানায় কেন্দ্র।
Comments are closed.