লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেয়ে খুশি মহিলারা দিদির মঙ্গল কামনায় অগ্রহায়ণেই করছেন লক্ষ্মীপুজো

অ্যাকাউন্টে ঢুকেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। তাই দিনক্ষন না মেনেই লক্ষ্মীপুজোর আয়োজন করলেন গ্রামের মহিলারা। দক্ষিণ চব্বিশ পরগনার ফলতার দৌলতপুর গ্রামে পুজো ঘিরে এখন সাজো সাজো রব। গ্রামের মহিলারা জানিয়েছেন মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে ঢুকছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। তাই এই অসময়ে লক্ষ্মীপুজোর আয়োজন করেছেন।

মহিলাদের কথায় ওই টাকায় এখন ছেলেমেয়েদের কিছু কিনে দেওয়া ছাড়াও নিজেদের সখ মেটাতে পারছেন তাঁরা। তাই লক্ষ্মীপুজো করে দিদির মঙ্গল কামনা করছেন মহিলারা। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ফলতার তৃণমূল বিধায়ক শংকরকুমার নস্কর। তিনি জানান, লক্ষ্মী পুজোর উদ্বোধনে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল। এই সময়ে পুজো দেখে প্রথমে চমকে গেলেও পরে তিনি বুঝতে পারেন আসল কথা। শুধু তাই নয়, এই পুজোয় সামিল হয়েছেন সর্বধর্মের মহিলারা। সকলের মুখেই এককথা লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় উপকৃত হয়েছেন তাঁরা।

Comments are closed.