‘কাশ্মীর ফাইলস’ দেখতে চাইলে অর্ধ দিবস ছুটি পাবেন কর্মীরা, ঘোষণা অসমের মুখ্যমন্ত্রীর
মাল্টিপ্লেক্সে নিজে এই ছবি দেখেন হিমন্ত বিশ্বশর্মা
কাশ্মীর ফাইলস দেখার জন্য অসমে অর্ধ দিবস ছুটি দেওয়া হবে। ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। বুধবার একটি টুইট করেছেন হিমন্ত বিশ্বশর্মা। সেখানে তিনি লিখেছেন, কোনও সরকারি কর্মীরা যদি কাশ্মীর ফাইলস দেখতে চান, তবে অর্ধ দিবস ছুটি পাবেন। তবে পরের দিন অফিসে আনতে হবে সিনেমার টিকিট। মঙ্গলবারই ছবিটি দেখেছেন হিমন্ত বিশ্বশর্মা নিজে। এরপরেই এই টুইট করেন তিনি।
Glad to announce that our Govt employees will be entitled for half-day special leave to watch #TheKashmirFiles.
They will have to only inform their superior officers and submit the tickets the next day. pic.twitter.com/RNQzOk9iCK
— Himanta Biswa Sarma (@himantabiswa) March 15, 2022
এর আগে মধ্যপ্রদেশের বিজেপি সরকারও ঘোষণা করেছিল, এই সিনেমা দেখলে চাইলে বিশেষ ছুটি মঞ্জুর করবে সরকার। এবার অসমের মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, এ সিনেমা দেখতে চাইলে অর্ধ দিবস ছুটি দেওয়া হবে। উপত্যকা থেকে কাশ্মীরী পণ্ডিতদের উৎখাত করা নিয়ে এই সিনেমায় অভিনয় করেছেন অনুপম খের, মিঠুন চক্রবর্তীর মতো তারকারা। কাশ্মীর ফাইলসের পরিচালক বিবেক অগ্নিহোত্রী। কাশ্মীর ফাইলসের পক্ষে এবং বিপক্ষে বিতর্ক চলছে সোশ্যাল মিডিয়ায়। স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন এই সিনেমার।
Comments are closed.