সারা পৃথিবীতে মারণ রোগ ক্যানসার যে ভাবে বাড়ছে, তাতে উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘হু’। ভারতেও ক্যানসারে আক্রান্ত এবং মৃতের সংখ্যা বেড়েই চলেছে।
মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ছিল বিশ্ব ক্যানসার দিবস। এই উপলক্ষ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০১৮ সালের পরিসংখ্যানকে সামনে রেখে একটি রিপোর্ট প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, ওই বছরেই ভারতে ক্যানসারে আক্রান্ত হয়েছেন ১২ লক্ষ মানুষ। মারা গিয়েছেন প্রায় ৮ লক্ষ মানুষ। আর পাঁচ বছর ধরে দেশে ক্যানসারে ভুগছেন ২৩ লক্ষ মানুষ।
ওই রিপোর্টে আরও বলা হয়েছে, যে দ্রুত হারে ক্যানসার ছড়াচ্ছে, তাতে আগামী দিনে প্রতি ১০ জন ভারতীয়র মধ্যে অন্তত এক জন ক্যানসারে ভুগবেন। আর এর কবলে পড়ে প্রতি ১৫ জনের মধ্যে এক জনের মৃত্যু হবে।
এই সংস্থার দাবি, গোটা দেশে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেণির মধ্যে যথাযথ চিকিৎসা এবং সচেতনতা বৃদ্ধি না করা গেলে আগামী ২০ বছরে ক্যানসার আক্রান্তের সংখ্যা ৬০ শতাংশ বাড়তে পারে। ‘হু’-র হিসেব বলছে, এই মুহূর্তে বিশ্বে প্রতি মিনিটে ক্যানসারে ১৭ জনের মৃত্যু হয়।
বিশেষজ্ঞদের মতে, খাদ্যাভ্যাস ঠিক রাখা এবং নিয়মিত স্বাস্থ্যচর্চা অত্যন্ত জরুরি।
Comments are closed.