২০২২ কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে বৃহস্পতিবার অভিযান শুরু করছে ভারত। গুয়াহাটিতে প্রথম ম্যাচে ওমানের মুখোমুখি হবেন সুনীল ছেত্রীরা। ভারতের নতুন কোচ ইগর স্টিম্যাকের আমলে খুব একটা ভালো পারফর্মেন্স নেই ভারতের জাতীয় ফুটবল দলের। শেষ ইন্টারকন্টিনেন্টাল কাপে গ্রুপের প্রথম দুটি ম্যাচেই হেরেছিল ভারত। সেই হার তুলে দিয়েছিল অনেক প্রশ্ন। তবে এই প্রতিযোগিতায় অনেক পরীক্ষা-নিরীক্ষার রাস্তায় হেঁটেছিলেন ভারতীয় কোচ। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে সেই সম্ভাবনা নেই। এই ম্যাচে প্রথম একাদশ অনেক আগেই স্থির করে নিয়েছেন ইগর স্টিম্যাক। তা দিন সাতেক আগে ফুটবলারদের জানিয়েও দিয়েছেন। শুধু বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব নয়, এই প্রতিযোগিতাটি ২০২৩-এর এফসি এশিয়ান কাপেরও যোগ্যতা অর্জন পর্ব। তাই ভালো ফল করার জন্য মুখিয়ে আছেন ভারতীয় দলের ফুটবলাররা।
ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে ইগর স্টিমাক বলেছেন, ‘এই ম্যাচের জন্য যথেষ্ট ভালো প্রস্তুতি হয়েছে। আমার আমলে এটি ভারতীয় দলের তৃতীয় প্রতিযোগিতা। ফুটবলারদের উন্নতিতে আমি কোচ হিসেবে খুশি।’ ওমানের বিরুদ্ধে মাঠে নামার আগে তিনি আরও জানাচ্ছেন, ‘মাঠে আমাদের একটাই লক্ষ্য। নিজেদের সংঘবদ্ধ রাখা। এর আগের ম্যাচগুলোতে প্রমাণ হয়েছে, শক্তিশালী দলের সঙ্গেও আমরা ভালো ফুটবল খেলতে পারি। এটা ঠিক যে আমরা হয়তো কিছু গোল খেয়েছি, তবে ভালো প্রতিপক্ষের সঙ্গে আমরা যে তাদের থেকেও ভালো ফুটবল খেলতে পারি তা প্রমাণিত।’
ভারতীয় দলের তারকা স্ট্রাইকার সুনীল ছেত্রী বলছেন, ‘এই ম্যাচে মাঠে নামার জন্য ফুটবলারদের তাগিদ লক্ষ্য করার মতো। ওরা ভালো কিছু করতে মুখিয়ে আছে। আমাদের দারুন প্রস্তুতি শিবির হয়েছে। প্রত্যেক ফুটবলার ফিট এবং মাঠে নেমে একশো শতাংশ দিতে তৈরি।’
ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায়।
Comments are closed.