বিশ্বকাপ নিয়ে বংলাদেশের উন্মাদনা ফুটবল দুনিয়ার নজর কেড়েছিল। বিশেষ করে বাংলাদেশের বাসিন্দাদের একটা বড় অংশ বিশ্বকাপে আর্জেন্টিনাকে সমর্থন করেছে। পদ্মাপারের উন্মাদনা মেসিদের কাছেও অজানা নয়। বিশ্বকাপ জয়ের পর বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে ট্যুইটও করেছিল আর্জেন্টিনা। তখনই জল্পনা শুরু হয়েছিল, মেসিরা কি বাংলাদেশে খেলতে আসবে? সেই জল্পনায় সিলমোহর পড়ল। চলতি বছরের জুন মাসেই পদ্মাপারে আসছে বিশ্বচ্যাম্পিয়নরা।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজি সালাউদ্দিন সে দেশের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, আর্জেন্টিনার সঙ্গে আলোচনা হয়েছে। ওদের আসা প্রায় নিশ্চিত। সব ঠিক থাকলে জুন মাসেই আর্জেন্টিনা বাংলাদেশের খেলতে আসবে। ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলার কথা মেসিদের। বিশ্বকাপজয়ীদের জন্য ইতিমধ্যেই গোটা স্টেডিয়ামকে বিশেষভাবে সাজিয়ে তোলার কাজ শুরু হয়েছে।
উল্লেখ্য, এর আগে কলকাতায় খেলে গিয়েছেন মেসি। যদিও তখন তিনি বিশ্বকাপজয়ীর তকমা পাননি। তবুও সে সময়ে মেসিকে নিয়ে রাজ্যবাসীর উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। মাঝে অনেকগুলো বছর পেরিয়ে গিয়েছে। বিশ্বকাপ জয়ের পর মেসির জনপ্রিয়তাও কার্যত আকাশ ছুঁয়েছে। বাংলাদেশের ফুটবল প্রেমীরা যে মেসিদের জন্য মুখিয়ে রয়েছে তা এক প্রকার বলাই যায়।
Comments are closed.