২৭ মে বিকেল ৩ টে থেকে ৩০ তারিখ পর্যন্ত বন্ধ ছিল ব্যান্ডেল স্টেশন। যার জেরে যাত্রী ভোগান্তিও চরমে উঠেছিল। যদিও নির্ধারিত সময়ের আগেই ব্যান্ডেলে চালু হয়েছিল ট্রেন চলাচল। আর এবার নয়া রেকর্ড গড়ল হুগলি জেলার অন্যতম এই স্টেশন। বিশ্বের বৃহত্তম ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম তৈরি হয়েছে ব্যান্ডেল। যার জেরে গিনেস বুকে নাম উঠলো ব্যান্ডেল স্টেশনের।
ইন্টারলকিং সিস্টেমের কাজের জন্যই তিন দিন স্টেশন বন্ধ রাখা হয়েছিল। এত দিন ব্রিটিশ আমলে ইন্টারলকিং সিস্টেম চালু ছিল ব্যান্ডেল। সম্প্রতি তা সরিয়ে জার্মান প্রযুক্তি নির্ভর ইলেকট্রনিক ইন্টারলকিং সিস্টেম চালু করা হয়েছে। যা দেশের পাশপাশি বিশ্বের বৃত্তম ইন্টারলকিং সিস্টেম। এতদিন এই রেকর্ড ছিল খড়গপুর স্টেশনের কাছে। খড়গপুরে ইন্টারলকিং-এর মাধ্যমে ৮০০ টি ট্রেন রুট জোড়া ছিল। ব্যান্ডেল স্টেশনের এই আধুনিক ব্যবস্থার মাধ্যমে ১০০২ টি রুটকে জুড়ে দেওয়া হয়েছে।
রেলের ইঞ্জিনিয়াররা জানিয়েছেন, ইন্টারলকিং সিস্টেম চালুর ফলে সিগন্যালিং ব্যবস্থা আরও উন্নত হবে। ওয়েটিং টাইম কমানোর পাশপাশি ট্রেন দুর্ঘটনার সম্ভবনাও প্রায় শূন্য হবে মনে করছেন তাঁরা। ইঞ্জিনিয়ারা আরও জানিয়েছেন, এই আধুনিক প্রযুক্তিতে ট্রেনের চালকরা যদি কোনও কারণে সিগন্যাল বুঝতে না পারেন তাতেও কোনও সমস্যা হবে না। বর্তমানে দেশের শতাধিক স্টেশনে এই আধুনিক প্রযুক্তি চালু রয়েছে।
Comments are closed.