জলপথে ৫২টি পর্যটন স্থল, পেরোতে হবে ২৭টি নদী; জানুন অন্যরকম ভ্রমণের খুঁটিনাটি 

যাত্রাপথ ৩২০০ কিমির। পুরোটাই জলপথে। ঐতিহাসিক স্থান, ধর্মীয় স্থান, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট থেকে শুরু করে প্রাচীন নদীঘাট, সবটাই জাহাজে চেপে। যাত্রাপথের মধ্যে রয়েছে কলকাতা, সুন্দরবনও। উত্তরপ্রদেশের বারাণসী থেকে রওনা দিয়ে মোট ২৭টি নদী পেরিয়ে বিলাসবহুল ক্রুজ এম ভি গঙ্গা পৌঁছবে অসমের ডিব্রুগড়ে। শুক্রবারই বিলাসবহুল এই ক্রুজটির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

যে কোনও বিলাসবহুল হোটেলকেও হার মানাবে ক্রুজটি। জানা গিয়েছে, ৬২ মিটার লম্বা এবং ১২ মিটার চওড়া ক্রুজটি তৈরিতে মোট খরচ হয়েছে ৬৮ কোটি টাকা। জাহাজটিতে ১৮টি সুইট রয়েছে। এছাড়াও আধুনিক মানের স্পা, লাউঞ্জ, রেস্তোরাঁ, লাইব্রেরী, জিম।

বিলাসবহুল ক্রুজটিতে চড়তে গেলে পকেটে ধাক্কাও সামলাতে হবে বিস্তর। জানা গিয়েছে, ৫২ দিনের এই দীর্ঘ যাত্রাপথের জন্য খরচ পড়বে প্রতি রাতে ৫২ হাজার টাকা। তবে ট্র্যুর প্যাকেজ সংক্ষিপ্ত করে বারাণসী থেকে কলকাতা বা কলকাতা থেকে ডিব্রুগড় পর্যন্তও আপনি প্যাকেজ বাছতে পারেন। তবে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, আপনি চাইলে এখনই ক্রুজটিতে চাপতে পারবেন না। তার জন্য আপনাকে প্রায় ২ বছরের জন্য অপেক্ষা করতে হবে। কারণ, ক্রুজ সংস্থাটির তরফে জানানো হয়েছে, আগামী ২ বছরের জন্য বুকিং ফুল রয়েছে। কেউ বুকিং ক্যানসেল করলে তবেই সুযোগ মিলবে।

 

Comments are closed.