তার কলমের মতোই সামাজিক মাধ্যমেও তিনি ধারালো, অকপট। দলের কয়েকজন নেতৃত্বের বিরুদ্ধেও মাঝে মাঝেই বিস্ফোরক পোস্ট করছেন দলিত সাহিত্যক মনোরঞ্জন ব্যাপারি। যা নিয়ে বিতর্কও কম হয়নি। যদিও সে সবে দমে যাওয়ার পাত্র তিনি নন। শুক্রবার ফের একবার বোমা ফাটালেন সাহিত্যিক। তবে এবার তাঁর নিশানায় কেন্দ্র সরকার।
শুক্রবার একটু ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, বিধানসভা ভোটের আগে তাঁর কাছেও বিজেপিতে যোগদানের অফার এসেছিল। পোস্টে তিনি লিখেছেন, গতবছর, তখনও বিধানসভায় ভোট ঘোষণা হয়নি। আমায় নাগপুরের বিশ্বাস বাবু ফোন করে বলেছিলেন, অনেকদিন ধরে লিখছেন। অনেক পুরস্কারও পেয়েছেন। তবে এবার অপনার একটি কেন্দ্রের পুরস্কার পাওয়া দরকার। তারপরেই লেখকের বিস্ফোরক দাবি, বিজেপিতে যোগ দিল জনৈক ওই ব্যক্তি তাঁকে পদ্মশ্রীও পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন।
এখানেই থামেননি সাহিত্যিক। পদ্মশ্রী প্রাপক অভিনেতা কঙ্গনা রানাওয়াতকে তীব্র কটাক্ষ করে বলেন, ভাগ্যিস তাঁর কথায় সেদিন কর্ণপাত করিনি। যে পুরস্কার কঙ্গনা রানাওয়াত পায়, আর যাই হোক, সেই পুরস্কার আমার সম্মান বৃদ্ধি করতো না।
উল্লেখ্য একুশের বিধামসভা নির্বাচনে বলাগড় থেকে মনোরঞ্জন ব্যাপারিকে প্রার্থী করে তৃণমূল। ভোটে জয়লাভও করেন তিনি।
Comments are closed.