জেড ক্যাটাগরির নিরাপত্তা পেলেন বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহা। শুক্রবার জানা যায় জেড ক্যাটাগরির নিরাপত্তা পাচ্ছেন তিনি। এর ফলে তাঁর নিরাপত্তায় মোতায়েন থাকবে সিআরপিএফ কমান্ডোরা। সবসময় তাঁর সঙ্গে থাকবেন একাধিক সশস্ত্র জওয়ান। অন্যদিকে বুধবার থেকে ‘জেড প্লাস’ নিরাপত্তা পেয়েছেন এনডিএ সমর্থিত রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু।
দ্রৌপদী মুর্মুকে জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়ার পর বিরোধী রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহা কেন শীর্ষস্তরীয় কেন্দ্রীয় নিরাপত্তা পাবেন না, এই নিয়ে প্রশ্ন উঠেছিল। এরপর শুক্রবার কেন্দ্রের তরফে বিবৃতি দিয়ে জানানো হয় যশবন্ত ‘জেড ক্যাটাগরি’র নিরাপত্তা পাবেন।
উল্লেখ্য, শুক্রবার মনোনয়ন জমা দিয়েছেন দ্রৌপদী মুর্মু। আর এদিন থেকেই জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হল যশবন্ত সিনহাকে।
আগামী ১৮ জুলাই দেশের রাষ্ট্রপতি নির্বাচন। নির্বাচনের ফল প্রকাশ ২১ জুলাই। ২৪ জুলাই রামনাথ কোবিন্দের রাষ্ট্রপতির মেয়াদকাল শেষ হচ্ছে। এর আগে আগামী ২৭ জুন রাষ্ট্রপতি নির্বাচনে নিজের মনোনয়ন জমা দেবেন যশবন্ত সিনহা। সূত্রের খবর মনোনয়ন জমা দেওয়ার পরেই নিজের ভোট নিশ্চিত করার জন্য বিভিন্ন রাজ্যে ঘুরবেন তিনি।
Comments are closed.