যোগ জাতি ও মহাবিশ্বে শান্তি আনে, বিশ্ব যোগা দিবসে যোগ ব্যায়ামে সামিল হয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
দেশব্যাপী পালিত হচ্ছে বিশ্ব যোগ দিবস। যোগে সামিল হয়েছেন দেশের বিভি জিন্ন শ্রেণীর মানুষ। কর্ণাটকের মাইসোর প্যালেসে যোগ ব্যায়ামে সামিল হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশবাসীকে শুভেচ্ছা জানালেন তিনি। এদিন প্রধানমন্ত্রী প্রায় ১৫ হাজার জনের সঙ্গে যোগাভ্যাসে অংশ নেন। মঙ্গলবার সকালে একটি টুইট করেন মোদী। সেখানে লেখেন, মাইসোরে অনুষ্ঠিত বিশ্ব যোগ দিবসে অংশ নিয়েছি। কয়েকটি ছবি পোস্ট করেন তিনি। ছবিতে দেখা যায় প্রধানমন্ত্রীর সঙ্গে যোগায় সামিল হয়েছেন কয়েক হাজার মানুষ।
Participated in the Yoga Day programme in Mysuru. #YogaForHumanity pic.twitter.com/SJxDfEHeOx
— Narendra Modi (@narendramodi) June 21, 2022
মঙ্গলবার মোদী বলেন, যোগ সমাজ এবং বিশ্বে শান্তি আনতে পারে। যোগ নানা সমস্যার সমাধান করে এবং অভ্যন্তরীণ শান্তি নিয়ে আসে। যোগ এখন বিশ্বব্যাপী উৎসবে পরিণত হয়েছে। আমরা যোগে বাঁচি, যোগ দিবস আমাদের কাছে শান্তি উদযাপন করার মাধ্যম। আমাদের যোগে বাঁচতে হবে। তিনি বলেন, এবারের যোগ দিবসের থিম ইয়োগা ফর হিউম্যানিটি।
Comments are closed.