গড়চিরোলিতে পুলিশি এনকাউন্টারে নিহত ১৩ মাওবাদী
গড়চিরোলি ডিআইজি সন্দীপ পাটিল জানাচ্ছেন, সকাল সাড়ে ৫ টা নাগাদ কোটমি সংলগ্ন জঙ্গলে এনকাউন্টার শুরু হয়
বৃহস্পতিবার মহারাষ্ট্রের গড়চিরোলির জঙ্গলে এনকাউন্টারে নিহত ১৩ মাওবাদী, বলে পুলিশ সূত্রে দাবি করা হয়েছে।
গড়চিরোলি ডিআইজি সন্দীপ পাটিল জানাচ্ছেন, সকাল সাড়ে ৫ টা নাগাদ কোটমি সংলগ্ন জঙ্গলে এনকাউন্টার শুরু হয়। পুলিশ কর্তা জানান, গোপন সূত্রে খবর পান, মাওবাদীরা একত্রিত হয়েছিল।
ডিআইজির দাবি, নির্দিষ্ট খবরের ভিত্তিতে পুলিশের C-60 কমান্ডো দল জঙ্গলে তল্লাশি অভিযান শুরু করে। মাওবাদীরা পুলিশ দেখেই গুলি চালাতে শুরু করে। পাল্টা জবাব আসে ফোর্সের দিক থেকে।
প্রায় এক ঘন্টা ধরে এনকাউন্টার চলে, এবং মাওবাদী দলটির বাকি সদস্যরা জঙ্গলে আত্মগোপন করে বলে দাবি গড়চিরোলির পুলিস সুপার অঙ্কিত গোয়েলের।
সংবাদ সংস্থা সূত্রে খবর, নিহত মাওবাদীদের দেহ উদ্ধার করা হয়েছে। তল্লাশি অভিযান জারি আছে।
দু’মাস আগে এমনই এক এনকাউন্টারে ৫ মাওবাদী নিহত হন, যাদের উপর সরকার সর্বমোট ৪৩লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করেছিল বলে দাবি পুলিশের।
বৃহস্পতিবারের অভিযানের জেরে পুলিশ বেশ কিছু অস্ত্রসস্ত্র উদ্ধার করেছে। AK-4, 12 বোর রাইফেল, .303 রাইফেল, 8MM রাইফেল সহ নানা অস্ত্রশস্ত্র বাজেয়াপ্ত করেছে পুলিশ।
Comments are closed.