এ বছরই দেশের ২৫ টি শহরে আসছে 5G, তালিকায় কি কলকাতারও নাম! 

নেট নাগরিকদের জন্য সুখবর। চলতি বছরেই দেশের ২৫ টি শহরে 5G  ইন্টারেন্ট পরিষেবা শুরু হয়ে যাচ্ছে।শুধু তাই নয় দ্রুত ইন্টারনেট পরিষেবার জন্য গ্রাহকদের তেমন খরচও করতে হবে না। সম্প্রতি এমনই খবর দিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণ। 

 জানা গিয়েছে বুধবার কেন্দ্রের তরফে টেলি যোগাযোগ মন্ত্রককে দায়িত্ব দেওয়া হয় স্পেকট্রাম নিলামের। এই নিলামের মাধ্যমেই দেশে ৫জি পরিষেবা বন্টনের বরাত দেওয়া হবে নিলামে অংশগ্রহণকারী সংস্থাগুলোকে। জানা গিয়েছে জুলাই’তেই নিলামের কাজ শুরু হয়ে যাবে। এবং সব ঠিক থাকলে, আগস্ট সেপ্টেম্বর নাগাদ, দেশের ২৫টি শহরে 5G পরিষেবা শুরু হয়ে যাবে। 

জানা গিয়েছে প্রথম দফায় দেশের ১৩ টি শহরে এই পরিষেবা চালু হবে। তালিকায় রয়েছে কলকাতার নামও। কলকাতা ছাড়াও বাকি শহরগুলো হল, মুম্বাই, দিল্লি, গুড়গ্রাম, পুণে, বেঙ্গালুরু, চেন্নাই, লখনউ, হায়দ্রাবাদ,আহমেদাবাদ, গান্ধীনগর, জামনগর। কেন্দ্রের সংশ্লিষ্ট মন্ত্রকের তরফে দাবি করা হয়েছে, 5G পরিষেবা ব্যবহার করে 4G-এর থেকে ১০ গুন্ বেশি দ্রুত ইন্টারনেট পরিষেবা পাওয়া যাবে। জানা গিয়েছে, আগামী ২০ বছরের মধ্যে ৭২০৯৭.৮৫ মেগাহার্টজ স্পেকট্রাম নিলাম করবে কেন্দ্র। নিলামে অংশগ্রহণ করতে পারে জিও, ভোডাফোন, এয়ারটেল-এর মতো সংস্থাগুলো।   

Comments are closed.