৭ মার্চ কি ভোট ঘোষণা? অসমে প্রধানমন্ত্রীর মন্তব্যে জল্পনা
বার বার বাংলা আসবেন বলে জানান প্রধানমন্ত্রী
আগামী ৭ মার্চ কি বিধানসভা ভোটের দিন ঘোষণা? আসামে প্রধানমন্ত্রীর ভাষণে শুরু হয়েছে জল্পনা। তিনি বলেন, আগের বার ৪ মার্চ ভোট ঘোষণা হয়েছিল, এবারেও তারই কাছাকাছি হতে পারে। তারপর মোদী বলেন, ধরে নিচ্ছি ৭ মার্চ ভোট ঘোষণা হবে। তাহলে আমি আরও বেশি করে বাংলা আর অসমে আসতে পারব।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, প্রধানমন্ত্রীর ইঙ্গিত সত্যি না হওয়ার কোনও গ্রহণযোগ্য কারণ নেই।
সামনেই পশ্চিমবঙ্গ সহ আসাম, কেরল, তামিলনাড়ু, পুদুচেরিতে ভোট রয়েছে।
নবান্ন দখলের লড়াইয়ে ইতিমধ্যেই গেরুয়া বাহিনী সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়েছে। দিল্লি থেকে ঘনঘন নেতারা বাংলায় আসছেন প্রচারে। প্রচারে নেমে পড়েছেন তৃণমূল নেত্রীও। এই পরিস্থিতিতে ভোট ঘোষণার দিনক্ষণ নিয়ে জল্পনা ক্রমেই বাড়ছিল। প্রধানমন্ত্রীর ইঙ্গিতের পর সেই জল্পনা কমে কিনা সেটাই দেখার।
Comments are closed.