তীব্র গরমে জ্বলছে ভারতের বিস্তীর্ণ অংশ। রাজস্থান সহ উত্তর ভারতের বহু এলাকায় টানা চলছে তাপপ্রবাহ। দেখা নেই বৃষ্টির। প্রবল তাপদহে সাধারণ মানুষের জীবনধারণ ক্রমেই আরও কঠিন হয়ে উঠছে। এই পরিস্থিতিতে একটি রিপোর্ট তৈরি করেছে এল ডোরাডো ওয়েদার। সেই রিপোর্টে দেখা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় পৃথিবীর সবচেয়ে গরম ১৫ টি শহরের মধ্যে ৮ টি ভারতের। বাকিগুলো পাকিস্তানে।
মৌসম ভবনের মতে সোমবার ভারতে সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল রাজস্থানের চুরু শহরে। সেখানে পারদ পৌঁছেছে ৪৮.৯ ডিগ্রি সেলসিয়াসে। এল ডোরাডো ওয়াদারের তালিকায় চুরু রয়েছে তিন নম্বরে। সোমবার দুনিয়ায় সবচেয়ে গরম ছিল পাকিস্তানের জেকোবাবাদে। সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছিল ৫১.১ ডিগ্রি সেলসিয়াসে। চুরু ছাড়াও সবচেয়ে গরম শহরের তালিকায় রয়েছে ভারতের আরও ৭ টি শহর। গঙ্গানগরে সর্বোচ্চ তাপমাত্রা ৪৮.৯, ফালোদি ৪৮.২, বিকানের ৪৮.১, জয়সলমির ৪৭.৮, খাজুরাহোতে ৪৭.৫ ডিগ্রি সেলসিয়াস।
রবিবার রাজধানী দিল্লির তাপমাত্রা পৌঁছেছিল ৪৪.৬ ডিগ্রিতে। রাজস্থান ও মধ্য প্রদেশে নতুন করে তাপ প্রবাহের সতর্কতা জারি হয়েছে। ফুড ডেলিভারি অ্যাপ জ়োম্যাটো তাদের গ্রাহকদের কাছে আবেদন জানিয়েছে, ডেলিভারি বয়দের ঠান্ডা জল দিতে। ইতিমধ্যেই গরমের মরসুমে অন্তত ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে দেশজুড়ে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আপাতত গরমের হাত থেকে রেহাই নেই। নেই বৃষ্টির সম্ভাবনা। তবে আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
Comments are closed.