১২ ডিসেম্বর ইংল্যান্ডে ভোট। তার আগে বৃহস্পতিবার ইশতেহার প্রকাশ করল বিরোধী লেবার পার্টি। প্রকৃত পরিবর্তনের এটাই সময়, শীর্ষক ১০৭ পাতার ম্যানিফেস্টোতে জেরেমি করবিনের নেতৃত্বাধীন লেবার পার্টি জানিয়েছে, ক্ষমতায় এলে জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের জন্য ক্ষমা চাইবে ব্রিটেন।
ইশতেহার প্রকাশ করে জেরেমি করবিন জানিয়েছেন, ক্ষমতায় এলে জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের জন্য ভারতের কাছে ক্ষমতা চাইবে তাঁর সরকার। পাশাপাশি অপারেশন ব্লু স্টার বা স্বর্ণমন্দির কাণ্ডে ব্রিটেনের ভূমিকা খতিয়ে দেখতে জনগণের কাছেও যাওয়া হবে।
এবছরের শুরুতেই জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের শতবর্ষে ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী থেরেসা মে দুঃখপ্রকাশ করেছিলেন। কিন্তু ক্ষমা চাননি। এবার লেবার পার্টি ইশতেহারে প্রতিশ্রুতি দিল, সেদিনের নৃশংস ঘটনার জন্য ক্ষমা চাওয়া হবে।
Comments are closed.