ময়দানের চেনা ছবিটা আর পাল্টালো না। ব্যর্থতার দায় নিয়ে সরে যেতে হল বড় দলের কোচকে। এই মুহূর্তে কলকাতা ময়দানের সব থেকে বড় খবর, ব্যর্থতার দায় নিয়ে ইস্টবেঙ্গল কোচের পদ থেকে পদত্যাগ করলেন স্প্যানিশ কোচ আলেজান্দ্রো মেনিনডেজ। ক্রমেই তাঁর উপর চাপ বাড়ছিল। আই লিগে ভালো শুরু করেও শেষ কয়েকটি ম্যাচে হোঁচট খেতে হয়েছে। পরপর দুই ম্যাচ হেরে রবিবার বড় ম্যাচ খেলতে নেমেছিল ইস্টবেঙ্গল। সেই ম্যাচেও হারতে হয়েছে। আর তারপরেই চাপের পাহাড় তৈরি হয় ইস্টবেঙ্গল কোচ আলেজান্দ্রোর ওপর।
মঙ্গলবার স্প্যানিশ কোচের সঙ্গে বৈঠকে বসার কথা ছিল ইস্টবেঙ্গলের বিনিয়োগকারীর সংস্থার এক শীর্ষ কর্তা এবং ইস্টবেঙ্গল কর্তাদের। সেই বৈঠকে আবহাওয়া যে উত্তপ্ত হবে তা জানাই ছিল। তবে ইস্টবেঙ্গল কোচ যে তাঁর আগেই পদত্যাগ করে ফেলবেন তা আন্দাজ করতে পারেনি কলকাতা ময়দান। এদিন বৈঠক শুরুর আগেই বিনিয়োগকারী সংস্থার শীর্ষ কর্তার সঙ্গে দেখা করে নিজের পদত্যাগপত্র জমা দিয়ে যান ইস্টবেঙ্গল কোচ। তাঁর হঠাৎ সিদ্ধান্তে চরম সমস্যায় পড়ল ইস্টবেঙ্গল। কারণ, আলেজান্দ্রো চলে গেলে তাঁর আনা বিদেশি ফুটবলাররা আদৌ থাকবেন কিনা সেই নিয়ে সন্দিহান ইস্টবেঙ্গল কর্তারা। সব মিলিয়ে প্রচণ্ড সমস্যায় ইস্টবেঙ্গল।
মঙ্গলবার স্প্যানিশ কোচের সঙ্গে বৈঠকে বসার কথা ছিল ইস্টবেঙ্গলের বিনিয়োগকারীর সংস্থার এক শীর্ষ কর্তা এবং ইস্টবেঙ্গল কর্তাদের। সেই বৈঠকে আবহাওয়া যে উত্তপ্ত হবে তা জানাই ছিল। তবে ইস্টবেঙ্গল কোচ যে তাঁর আগেই পদত্যাগ করে ফেলবেন তা আন্দাজ করতে পারেনি কলকাতা ময়দান। এদিন বৈঠক শুরুর আগেই বিনিয়োগকারী সংস্থার শীর্ষ কর্তার সঙ্গে দেখা করে নিজের পদত্যাগপত্র জমা দিয়ে যান ইস্টবেঙ্গল কোচ। তাঁর হঠাৎ সিদ্ধান্তে চরম সমস্যায় পড়ল ইস্টবেঙ্গল। কারণ, আলেজান্দ্রো চলে গেলে তাঁর আনা বিদেশি ফুটবলাররা আদৌ থাকবেন কিনা সেই নিয়ে সন্দিহান ইস্টবেঙ্গল কর্তারা। সব মিলিয়ে প্রচণ্ড সমস্যায় ইস্টবেঙ্গল।
Related Posts
Comments are closed.