দিদি আর মোদী এক নয়, মনে রাখবেন আপনাদের এই স্লোগান ব্যুমেরাং হবে, বিধানসভায় দাঁড়িয়ে একথা বলে ফের সিপিএম-কংগ্রেসকে নিশানা করলেন মমতা ব্যানার্জি।
সোমবার রাজ্য বিধানসভায় নাগরিকত্ব আইন বিরোধী প্রস্তাব পেশ করে সরকার। এই প্রস্তাবের ওপর আলোচনায় মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি নিজেদের নির্বাচনী ম্যানুফেস্টো পালন করার জন্য এই নাগরিকত্ব আইন, এনপিআর এনেছে। সবার একযোগে এর বিরোধিতা করা উচিত। এরপরই কংগ্রেস-সিপিএমকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, দিদি আর মোদী এক নয়। আপনাদের এই স্লোগান ব্যুমেরাং হবে।
প্রসঙ্গত, রাজ্যে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে সমদূরত্বের লাইন নিয়ে কর্মসূচি নিয়েছে। সেই কথাই উল্লেখ করে এই দুই দলকে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী।
এর পাশাপাশি এদিন বিধানসভার ভাষণে লাগাতার বিজেপিকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। বলেন, রাজ্যে তাঁর সরকার সিএএ, এনপিআর মানবে না। এর বিরুদ্ধে সবাইকে আন্দোলন করতে হবে। এই শুধু হিন্দু-মুসলিমের ব্যাপার নয়। এটা সংবিধানের ওপর আঘাত।
Comments are closed.