রাজ্যজুড়ে ফের বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। সরস্বতী পুজোয় অল্প বৃষ্টির পর বেশ শীত অনুভূত হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। উত্তুরে হাওয়া আর সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা নেমে যাওয়ায় মঙ্গলবারও ভালোই শীত রয়েছে কলকাতায়। তবে বুধবার থেকে পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে পারদ ঊর্ধ্বগামী হতে পারে।
বৃহস্পতি ও শুক্রবার রাজ্যের বিভিন্ন জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস শুনিয়েছে হাওয়া অফিস।
পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালি হাওয়ার সংঘাতের জেরে নতুন করে জেলায় জেলায় এই বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার বেলা যত বাড়বে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিও তত বাড়তে পারে। সেই সঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় দার্জিলিঙে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি সেলসিয়াস কম। সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের ৩ ডিগ্রি সেলসিয়াস নীচে নেমে ২৪.৫ ডিগ্রি সেলসিয়াসে ঠেকেছে। তবে ফের পশ্চিমী ঝঞ্ঝার জেরে আগামী ৬ ফেব্রুয়ারি থেকে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যে। তারপর কি শীত পাকাপাকি বিদায় নেবে? তা এখনও পরিষ্কার বোঝা যাচ্ছে না বলে জানাচ্ছে হাওয়া অফিস।
Comments are closed.