বাংলায় রেড জোনে ১০ জেলা, জানালো কেন্দ্র! রাজ্যের হিসেবে ৪ জেলা রেড জোনে

রাজ্যে রেড, অরেঞ্জ এবং গ্রিন জোনের নয়া তালিকা প্রকাশ করেছে কেন্দ্র। তা পাঠিয়ে দেওয়া হয়েছে প্রতিটি রাজ্যের মুখ্যসচিবের কাছে। বলা হয়েছে, কোনও রাজ্য নিজের মতো করে গ্রিন জোন ঘোষণা করতে পারবে না। তবে রেড কিংবা অরেঞ্জ ঘোষণার ভার ছাড়া হয়েছে রাজ্যের হাতে।

কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব প্রীতি সুদনের সাক্ষর করা সেই নির্দেশিকায় দেখা যাচ্ছে রাজ্যের ১০ টি জেলা রয়েছে রেড জোনে। অরেঞ্জ জোনে রয়েছে ৫ টি জেলা। এবং গ্রিন জোনে আছে ৮ টি জেলা। আসুন একনজরে দেখে নেওয়া যাক, কেন্দ্রীয় তালিকা অনুযায়ী বাংলায় রেড জোনে আছে কোন কোন জেলা।

রেড জোন 

কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও মালদা।

 

অরেঞ্জ জোন 

হুগলি, পশ্চিম বর্ধমান, নদিয়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ।

 

গ্রিন জোন 

উত্তর দিনাজপুর, বাঁকুড়া, বীরভূম, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, পুরুলিয়া, আলিপুরদুয়ার ও ঝাড়গ্রাম।

এদিকে কেন্দ্রের এই তালিকা নিয়ে আপত্তি জানিয়েছে নবান্ন। তাদের দাবি, রেড জোনে ১০ জেলা নেই।

Comments are closed.