প্রয়াত সিপিএম নেতা শ্যামল চক্রবর্তী। কোভিড সংক্রমিত হয়ে গত কয়েকদিন ধরে ভর্তি ছিলেন ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে। শ্যামল চক্রবর্তীর মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে রাজ্যের রাজনৈতিক মহলে। রাজ্যের প্রাক্তন মন্ত্রী, তারও আগে ছাত্র নেতা শ্যামল চক্রবর্তীর জনপ্রিয়তা পার্টির নেতা-কর্মীদের মধ্যে ছিল প্রশ্নাতীত।
কয়েক বছর ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন শ্যামল চক্রবর্তী। তবে দলীয় কাজে সবসময়ই যোগ দিয়েছেন শরীর খারাপ সত্ত্বেও। সম্প্রতি কোভিডে সংক্রমিত হন। প্রথমে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পরে সেখান থেকে বাইপাসের হাসপাতালে তাঁকে স্থানান্তরিত করা হয়। স্থিতিশীলই ছিলেন শ্যামল চক্রবর্তী। কিন্তু বুধবার থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। বৃহস্পতিবার দুপুর পৌনে দুটো নাগাদ তাঁর মৃত্যু হয়।
Comments are closed.