ঐতিহাসিক বাবরি মামলার রায়ে কোন ৫ টি বিষয় উল্লেখ করলেন বিচারক, যার জন্য মুক্তি পেলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব?
বাবরি মসজিদ ধ্বংস পূর্ব পরিকল্পিত ছিল না। মামলায় আডবাণী, উমা ভারতী সহ ৩২ জন অভিযুক্তকে বেকসুর খালাস দিয়ে জানিয়ে দিল লখনউয়ের বিশেষ সিবিআই আদালত। ২৮ বছরের পুরনো মামলার নিষ্পত্তি হল। কিন্তু জানেন কি কোন ৫ টি বিষয়ের উপর জোর দিয়েছেন সিবিআই জাজ এস কে যাদব? আসুন দেখা যাক মহা গুরুত্বপূর্ণ সেই ৫ টি পয়েন্ট।
রায়ে বিচারক এস কে যাদব লিখেছেন,
১. বাবরি মসজিদ ভাঙার ঘটনা পূর্ব পরিকল্পিত নয়।
২. অভিযুক্তদের বিরুদ্ধে যথেষ্ট তথ্য-প্রমাণ নেই।
৩. সিবিআইয়ের দেওয়া অডিও-ভিডিও যাচাই করার কোনও উপায় নেই।
৪. অসামাজিক ব্যক্তিরা কাঠামো ধ্বংসের চেষ্টা করেছিল, অভিযুক্ত নেতারা তাদের নিরস্ত করতে চেষ্টা করেছিলেন।
৫. ভাষণের অডিওটি পরিষ্কার নয়।
এই মামলার পরতে পরতে ঠাঁসা রয়েছে উত্তেজনা। ২০০১ সালে এলাহাবাদ হাইকোর্ট এই মামলায় আডবাণীদের রেহাই দিয়েছিল। কিন্তু ২০১৭ সালে ঐতিহাসিক রায়ে সুপ্রিম কোর্ট বলে এলাহাবাদ হাইকোর্টের রায় ভুল ছিল। বাবরি মসজিদ ধ্বংসের ঘটনা সংবিধানের ভিত নড়িয়ে দেওয়ার মতো। তারপর বুধবার সেই মামলার রায় দিল লখনউয়ের বিশেষ সিবিআই আদালত। এদিকে যে বাবরি মসজিদ মামলার আপাত সমাপ্তি, গত ৫ অগাস্ট ঠিক সেই জায়গাতেই রাম মন্দিরের ভিত পুজো সেরে প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন, আজ নিউ ইন্ডিয়ার ভিত্তি প্রস্থর স্থাপিত হল।
Comments are closed.