গঙ্গার নীচ দিয়ে ইস্ট-ওয়েস্ট মেট্রোর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদী

আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল দেশে প্রথম নদীর নীচ দিয়ে চলা মেট্রোর। বুধবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ইস্ট-ওয়েস্ট মেট্রোপথের এই বিশেষ অংশের সূচনা করেন। এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে সবুজ পতাকা দেখিয়ে তিনি এই প্রকল্প সহ আরও কয়েকটি মেট্রো প্রকল্পের সূচনা করেন।

সকাল থেকেই সভাস্থলের বাইরে জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো। সকাল ১০ টা নাগাদ রাজভবন থেকে সড়কপথে প্রধানমন্ত্রী পৌঁছন এসপ্ল্যানেড মেট্রো স্টেশন। তাঁর সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ও বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার।

সবুজ পতাকা দেখিয়ে গঙ্গার নীচ দিয়ে ছুটে যাওয়া মেট্রোপথের আনুষ্ঠানিক সূচনা করেন প্রধানমন্ত্রী। মেট্রো স্টেশন চত্বর ঘুরে দেখে হাত নাড়েন জনতার উদ্দেশে। তারপর স্কুলপড়ুয়াদের সঙ্গে মেট্রোতে সফরও করেন তিনি।

Comments are closed.