দক্ষিণবঙ্গ জুড়ে আগামী কয়েক দিন চলবে তাপপ্রবাহ

গোটা দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিন তাপমাত্রা চড়া থাকবে। রবিবার থেকে সর্বত্রই তাপমাত্রা বেড়েছে। বাঁকুড়া, পানাগড়, বারাকপুরে সর্বোচ্চ তাপমাত্রা রবিবার ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা শনিবারের তুলনায় বেড়ে হয় ৩৭.৯ ডিগ্রি।

আবহাওয়া দফতর জানিয়েছে, অস্বস্তিজনক গরম আপাতত থাকবে। তাপমাত্রা আরও বাড়তে পারে। আগামী কয়েকদিনের মধ্যে দক্ষিণবঙ্গের কোনও কোনও স্থানে বিক্ষিপ্তভাবে তাপপ্রবাহ পরিস্থিতি তৈরি হতে পারে।

আজ সোমবার কেন্দ্রীয় আবহাওয়া দফতর বর্ষা মরশুমের বৃষ্টির পূর্বাভাস জারি করবে। এবার বর্ষার আগমন নির্ধারিত সময়ের কিছুটা আগে হতে পারে বলে অনেকে মনে করছেন।

Comments are closed.