উত্তরবঙ্গের রাজনীতির বিরাট পটপরিবর্তন। এনডিএ’র হাত ছেড়ে তৃণমুলের হাত ধরলেন বিমল গুরুং। এর ফলে দার্জিলিং সহ উত্তরবঙ্গের রাজনীতিতে ব্যাপক বদল হতে পারে। বুধবার আচমকে কলকাতায় সাংবাদিক সমেলন করে ফেরার মোর্চা নেতা বিমল গুরুং জানালেন, তিনি ২০২১ সালে বিধানসভা নির্বাচনে তৃণমূলের সঙ্গে জোট করে লড়বেন। এর ফলে আরও বড়ো প্রশ্ন উঠে গেল, কী ভবিষ্যৎ হবে দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তার? কারণ, রাজু ২০১৯ সালে গুরুংদের মদত নিয়ে বিজেপির টিকিটে সাংসদ হয়েছিলেন। এবার কি তিনিও তৃণমূলে যোগ দেবেন?
গত তিন বছর ধরে ফেরার ছিলেন গুরুং। এদিন হঠাৎই কলকাতায় ফিরে সাংবাদিক সম্মেলন করেন তিনি। বলেন, বিজেপি কোনও প্রতিশ্রুতি রক্ষা করেনি। বরং মমতা বন্দ্যোপাধ্যায় দার্জিলিং সহ উত্তরবঙ্গের জন্য অনেক কাজ করেছেন। তিনি আগামী নির্বাচনে তৃণমূলের সঙ্গে জোট করে পাহাড়ে লড়তে চান। এদিনের এই বিরাট চমকের পর স্বাভাবিক ভাবেই লোকসভায় উত্তরবঙ্গে হারানো জমি অনেকটাই উদ্ধার করবে তৃণমূল।
Comments are closed.