অভিনেতা সৌমিত্র চ্যাটার্জির শারীরিক পরিস্থিতি এখনও সংকটজনক। ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে ৮৫ বছর বয়সী অভিনেতা। বেলভিউ হাসপাতাল সূত্রে খবর, সৌমিত্রবাবুর শারীরিক পরিস্থিতির উন্নতি বা অবনতি কোনওটাই হয়নি। তাই ডায়ালিসিসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৫ অক্টোবর করোনা রিপোর্ট পজিটিভ আসার পরদিন বেলভিউ হাসপাতালে ভর্তি হন বর্ষীয়ান অভিনেতা। সোমবার দুপুরে তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে দেওয়া হয়েছে। কোভিড এনসেফ্যালোপ্যাথির সমস্যায় মস্তিষ্ক আগেই স্বাভাবিকভাবে কাজ করা বন্ধ করে দেয়। তারপর অভিনেতার দুটি কিডনিতেই সমস্যা দেখা যায়। যার জেরে মঙ্গলবার থেকে তাঁর রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি শুরু হয়েছে। দুটি কিডনিই যদি কাজ করা বন্ধ করে দেয় তখন এই থেরাপি দেওয়া হয়। বেলভিউ হাসপাতাল সূত্রে খবর, কিডনি যাতে ঠিকমতো কাজ করে তার জন্য প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া ফুসফুস যে সংক্রমণ রয়েছে তার জন্য অ্যান্টি বায়োটিক ও অ্যান্টি ফাঙ্গাল ওষুধ দেওয়া হয়েছে। সৌমিত্রবাবুর শরীরে অক্সিজেন স্যাচুরেশনের পরিমাণ, রক্তচাপ ঠিক রয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর।
Comments are closed.