সারা বিশ্বে এখনও ছড়িয়ে আছে করোনার ভীতি। আমেরিকা থেকে শুরু করে ভারতে এখনও দৈনিক প্রায় ৫০ হাজারের ওপর মানুষ কোভিড ১৯ এ সংক্রমিত হচ্ছেন। কিন্তু উত্তর আমেরিকার কানাডাতে একটি দেশ সম্পূর্ণভাবে করোনা মুক্ত। ভাবতে অবাক লাগলেও একথা সত্যি।
এই দেশের নাম হল কানাডার নুনাভাট। প্রায় ৩৬ হাজারের বেশি মানুষ এখানে বসবাস করেন। অঞ্চলটি চারিদিকে আর্কটিক সাগর দ্বারা বেষ্টিত। কানাডার অন্য সব অঞ্চলেই বেড়েছে করোনার সংক্রমণ। কিন্তু এই নুনাভাটে করোনার কোনও চিহ্ন অবধি নেই। উত্তর আমেরিকার এই অঞ্চলটিকেই তাই এখনও পর্যন্ত করোনামুক্ত বলে ধরা হচ্ছে।
মার্চ মাসের সময় থেকেই সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল করোনার প্রকোপ। সেই সময় প্রত্যেকটি দেশের সীমান্ত বন্ধ করে দেওয়া হয় অন্য দেশের জন্য। অন্য দেশ থেকে কোনও জিনিসপত্র বা মানুষজন কোনও কিছুকেই নিজের দেশে আসার অনুমতি দেওয়া হচ্ছিল না। সেই একই পদক্ষেপ গ্রহণ করেছিল নুনভাটও। কিন্তু তারপরেও বিশ্বের কোনও দেশই সেভাবে করোনা ভাইরাসের হাত থেকে মুক্তি পায়নি। সে দিক থেকে দেখতে গেলে নুনাভাট একটি বড় নজির গড়েছে তা বলার অপেক্ষা রাখে না।
Comments are closed.