২০২১ সাল থেকে নতুন নিয়ম নিয়ে আসছে টেক জায়েন্ট গুগল (Google)। ২ বছরেরও বেশি সময় ধরে যে সমস্ত Gmail অ্যাকাউন্ট ইনঅ্যাকটিভ আছে, সেগুলি তারা ডিলিট করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জানা যাচ্ছে, আগামী বছরের পয়লা জুন থেকে এই নিয়ম কার্যকর হতে চলেছে।
গুগলের নতুন পলিসি কার্যকরের আগে প্রত্যেক অ্যাকাউন্ট হোল্ডারকে ই-মেল মারফত সতর্কবার্তা পাঠিয়ে দেওয়া হবে খবর।
কয়েকদিন আগেই এই টেক জায়ান্ট ঘোষণা করেছিল, গুগল ব্যবহারকারীরা আর বিনামূল্যে গুগল ফটোজ ব্যবহারের সুযোগ পাবেন না। তাছাড়া যে সমস্ত অ্যাকাউন্ট হোল্ডার জিমেইল (Gmail), গুগল ড্রাইভ (Google Drive), ডকুমেন্টস, শিটস, স্লাইডস, ড্রইংস, ফর্মস এবং জ্যামবোর্ড ফাইলস ২ বছরেরও বেশি সময় ধরে ব্যবহার করেননি, তাঁদের সেই সমস্ত অ্যাকাউন্ট ডিলিট করে দেওয়া হবে।
তাহলে এখন কী করণীয়?
এই সমস্যার সমাধান করতে মোবাইল, ল্যাপটপ বা ডেস্কটপ থেকে নেট কানেক্ট করে নিয়মিত জিমেইল-এ লগ ইন করা শুরু করতে হবে। অপ্রয়োজনীয় মিডিয়া, ফাইলস ডিলিট করতে হবে। এতে আপনার অ্যাকাউন্টে জায়গা তৈরি হবে এবং অ্যাকাউন্ট অ্যাকটিভ থাকবে।
Comments are closed.