মালদহের সুজাপুরে একটি প্লাস্টিক কারখানায় বিস্ফোরণ। মৃত ৫ শ্রমিক, আশঙ্কাজনক আরও ৪ শ্রমিক। খবর পেয়েই কলকাতা থেকে হেলিকপ্টারে ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। রাজ্য সরকারের তরফে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা করা হবে।
কী করে বিস্ফোরণ তার তদন্ত শুরু হয়েছে। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে কারখানায় কাজ চলছিল। আচমকা একটি মেশিনে বিস্ফোরণ হয়। আগুন ছড়িয়ে পরে। বিস্ফোরণের অভিঘাতে ভাঙ্গা লোহার টুকরো ছিটকে যায় প্রায় ৫০ মিটার পর্যন্ত। স্থানীয় সূত্রে খবর, ঘটনাস্থলেই ২ শ্রমিকের মৃত্যু হয়। বাকিদের গুরুতর আহত অবস্থায় মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আরও ৩ শ্রমিকের মৃত্যু হয়।
Comments are closed.