Corona Vaccine: জানুয়ারিতেই দেশে শুরু হতে পারে টিকাকরণ, সম্পূর্ণ হতে অক্টোবর, বলছেন সেরামের আদর পুনাওয়ালা
করোনাভাইরাস ভ্যাকসিন নিয়ে প্রতিনিয়ত নানা খবর আসছে। কিন্তু যতক্ষণ না বাজারে করোনার সঠিক ভ্যাকসিন আসছে ততক্ষন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছে না আমজনতা। এই অবস্থায় সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সিইও আদর পুনাওয়ালা জানালেন, এ মাসের শেষের দিকে বাজার অনুমোদন পাওয়ার ব্যাপারে তিনি আশাবাদী। জানিয়েছেন, অনুমোদনের পরে ভারতে টিকা অভিযান আগামী মাসের মধ্যেই শুরু হতে পারে। এর ফলে বেশিরভাগ লোক আগামী বছরের অক্টোবরের মধ্যে টিকা নিতে পারবেন। অন্যদিকে সরকার ২০২১ সালের জুলাইয়ের মধ্যে ৩০০-৪০০ মিলিয়ন ডোজ সংগ্রহ করতে চায়। সেই মতো সিরাম ইনস্টিটিউট নোভাভ্যাক্সের সাথে করোনভাইরাস ভ্যাকসিন তৈরির জন্য একটি চুক্তিও স্বাক্ষর করেছে। তাদের পরিকল্পনা অনুযায়ী রাজ্যগুলি প্রতিদিন টিকা দেওয়ার জায়গায় একশোটি অ্যান্টি-করোনা ভাইরাস শট দেওয়ার পরিকল্পনা করছে। কিছুদিন আগেই হায়দ্রাবাদের ভারত বায়োটেকের করোনা ভ্যাকসিনের প্রস্তুতি দেখতে ৬০টিরও বেশি দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনাররা রাজধানী থেকে হায়দরাবাদ পাড়ি দিয়েছেন। পুনাওয়ালা জানিয়েছেন, “এ মাসের শেষের দিকে আমরা একটি জরুরি লাইসেন্স পেতে পারি, পরবর্তীতে বিস্তৃত ব্যবহারের ছাড়পত্র। আমরা নিশ্চিত ২০২১ সালের জানুয়ারির মধ্যে ভারতের টিকা অভিযান শুরু হয়ে যাবে।
Comments are closed.