Covid Vaccine: সেরাম ইনস্টিটিউটের টিকার প্রতি ডোজ ২৫০ টাকায়?

সুখবর, মাত্র ২৫০ টাকায় টিকা দিতে চলেছে পৃথিবীর বৃহত্তম টিকা উৎপাদনকারী সংস্থা সেরাম ইনস্টিটিউট। কেন্দ্রীয় সরকারের সঙ্গে এই সংক্রান্ত চুক্তি পাকা হতে চলেছে বলে খবর।  চলতি বছরের মার্চ থেকে করোনা সংক্রমণের জেরে জেরবার বিশ্ববাসী। বহু চেষ্টায়ও রাশ টানা যায়নি করোনা সংক্রমণে। করোনার রাশ টানতে বন্ধ রাখা হয় স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়। কিন্তু আগের থেকে এখন অনেকটাই আতঙ্ক কমেছে। একে একে খুলছে ট্রেন, মেট্রো, বাস পরিষেবা। একটু একটু করে সবকিছু স্বাভাবিক হচ্ছে। আর এসবের মাঝেই সেরাম ইনস্টিউট আশার আলো দেখাতে চলেছে শীঘ্রই। গতকাল অ্যাস্ট্রাজেনেকার কোভিড ভ্যাকসিনের জরুরি ব্যবহারের অনুমতি চেয়ে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করেছিল সেরাম ইনস্টিটিউট।

যদিও জানা যায়নি ঠিক কতগুলি করোনা টিকার ডোজ ভারতের হাতে এসে পৌঁছাবে। বিশেষজ্ঞদের অনুমান, প্রাথমিকভাবে ৬ কোটি করোনা টিকার ডোজ ভারতের হাতে তুলে দেওয়া হবে। মনে করা হচ্ছে আগামী বছর জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের মধ্যেই টিকা ভারতে এসে যাবে। ডোজ প্রতি টিকার দাম হতে পারে ৩.৩৯ আমেরিকান ডলার অর্থাৎ ২৫০ টাকা।

Comments are closed.