অমিত শাহের সফরের আগে আরও এক তৃণমূল বিধায়ক ও নেতা দল ছাড়লেন। এবার তৃণমূল ছাড়লেন বারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন মুকুল রায় ঘনিষ্ঠ শীলভদ্র দত্ত। ইস্তফাপত্রে দল ছাড়ার কোনও কারণ অবশ্য জানাননি শীলভদ্র। তাঁর কথায়, দল ছাড়ার কারণ মমতা ব্যানার্জি জানেন। তবে তৃণমূলের সদস্যপদ ছাড়লেও, বিধায়ক পদ ছাড়ছেন না বলে জানান বারাকপুরের বিধায়ক।
দীর্ঘদিন ধরেই বেসুরো ছিলেন এই তৃণমূল বিধায়ক। তিনি আগেই পরিষ্কার ঘোষণা করেছিলেন যে, ‘২১ এর বিধানসভা ভোটে তৃণমূলের টিকিটে ভোটে দাঁড়াবেন না তিনি। শুভেন্দু অধিকারীর মন্ত্রিত্ব ছাড়ার পরেও তাঁকে সমর্থন করেছিলেন এই তৃণমূল নেতা। তারপরেই তীব্র জল্পনা শুরু হয়েছিল শীলভদ্রের রাজনৈতিক অবস্থান নিয়ে। অবশেষে অমিত শাহের সভার একদিন আগে তৃণমূল ছাড়লেন তিনি। তবে অমিত শাহের সভাতেই তিনি বিজেপিতে যোগ দেবেন কিনা তা পরিষ্কার করেননি শীলভদ্র।
Comments are closed.