করোনা নিয়ে শুরু থেকেই আমেরিকায় বাড়বাড়ন্ত ছিল। প্রথম স্থানে ছিল আমেরিকা, শুরু থেকেই গা ছাড়াভাব থাকার কারণে আমেরিকায় মাত্রা ছাড়া করোনা আতঙ্ক দেখা দিয়েছিল। এমনকী চলতি সপ্তাহের শুরুতেও আমেরিকায় করোনায় মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে তিন লাখেরও বেশি।
এর আগে ডোনাল্ড ট্রাম্প ভ্যাকসিন নিয়ে অনেক কথাই বলেছেন, কিন্তু তার মাঝে ক্ষমতায় আসেন জো বাইডেন। কিন্তু এসবের মাঝেই এবার করোনা ভাইরাসের দ্বিতীয় ভ্যাকসিন হিসেবে আমেরিকায় অনুমোদন পেল ফার্মা জায়ান্ট মডার্নার তৈরি ভ্যাকসিন। এর ঠিক এক সপ্তাহ আগে ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিন অনুমোদন পেয়েছে৷ আর এবার সুখবর দিল মডার্না। বৃহস্পতিবার মার্কিন ওষুধ নিয়ণ্ত্রক সংস্থা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের একটি উপদেষ্টা প্যানেল এই ভ্যাকসিনটি জরুরি ব্যবহারের জন্য সুপারিশ করে। জানানো হয়েছে ১৮ ও এর চেয়ে বেশি বয়সীদের জন্য ভ্যাকসিনটি নিরাপদ। কিন্তু এর মাঝেই ফাইজারের টিকা নিয়ে কিছু সমস্যার কথা প্রকাশ্যে এসেছে। শরীরে দেখা দিয়েছে ভয়াবহ অ্যালার্জি। অন্যদিকে তাঁদের মেডিকেল রিপোর্ট বলছে এর আগে তাঁদের কখনও অ্যালার্জি হয়নি। অ্যালার্জির পাশাপাশি শ্বাসকষ্ট এবং হৃদস্পন্দন বেড়ে যাওয়ার মতো ঘটনা এখন অচিরেই মানুষকে আতঙ্কে ফেলেছে। এর মাঝেই আবার বাইডেন জানান, তিনিও শীঘ্রই টিকা নেবেন। এদিকে মডার্নার ভ্যাকসিন এর মধ্যে এফডিএর অনুমোদন পাওয়ার সঙ্গে সঙ্গে ৬০ লাখ ডোজ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।
Comments are closed.