কাশ্মীরে প্রবল তুষারপাতের প্রকোপে পড়ে সেনা গাড়িতেই জন্ম নিল এক শিশু

হাসপাতাল সূত্রে খবর মা এবং সন্তান দুজনেই সুস্থ রয়েছে।

আকাশে আলো ফুটেছে সবেমাত্র সঙ্গে প্রবল তুষারপাত এরইমধ্যে সেনা অ্যাম্বুলেন্সে জন্ম নিল এক ফুটফুটে কন্যা সন্তান।

সোমবার ভোররাতে জম্মু-কাশ্মীরের কুপওয়ারা জেলার ঘটনা। নারিকূটের এক স্থানীয় মহিলার প্রসব যন্ত্রণা শুরু হলে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় অত্যাধিক তুষারপাতে মাঝপথে আটকে পড়ে তারা। এই পরিস্থিতি দেখে ভোর চারটে নাগাদ নারিকূটের এক আশাকর্মী কালারুস কোম্পানির কম্যান্ডোকে ফোন করে আসার কথা বলে। কালবিলম্ব না করে তড়িঘড়ি সেই অন্তঃসত্ত্বা মহিলাকে উদ্ধার করতে সেনাবাহিনীর একটি গাড়ি বেরিয়ে পড়ে সঙ্গে ছিল তাদের মেডিকেল টিমও। প্রসূতি মহিলাকে উদ্ধার করার পর হাসপাতালে উদ্দেশ্যে রওনা হলে, ওই মহিলার অবস্থা আরও অবনতি ঘটতে থাকে।

পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে রাস্তার পাশে গাড়িটি দাঁড় করিয়ে দেওয়া হয়। তৎক্ষণাৎ সেনা মেডিকেল টিমের সহযোগিতার ওই মহিলার সন্তান জন্ম নেয়। পরে মা এবং সদ্যোজাতকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে খবর মা এবং সন্তান দুজনেই সুস্থ রয়েছে।

Comments are closed.