কয়লা পাচার কাণ্ডে শুক্রবার রাজ্যের একাধিক জায়গায় সিবিআই অফিসাররা দফায় দফায় তল্লাশি অভিযান চালান। জানা যাচ্ছে, কলকাতা, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান সহ রাজ্যের ১০ টি জায়গায় অভিযান চালান সিবিআই অফিসাররা।
বৃহস্পতিবার রাতে কয়লা কেলেঙ্কারির প্রধান অভিযুক্ত অনুপ মাঝির শ্বশুর বাড়িতে সিবিআই গোয়েন্দারা হানা দেন। সেখান থেকে উদ্ধার হওয়া তথ্যের ভিত্তিতে এদিন কলকাতায় অমিয় স্টিল কোম্পানির অফিসে তল্লাশি চালান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। পাশাপাশি আসানসোলে জয়দেব মন্ডলের বাড়িতেও তল্লাশি চালায় সিবিআই। এছাড়াও লালার ঘনিষ্ঠ বলে পরিচিত গুরুপদ মাজির বাড়ি ও অফিসে তল্লাশি চালানো হয়।
গত বছর নভেম্বরে কয়লার পাচারের অভিযোগে অনুপ মাঝি ওরফে লালা সমেত কয়েকজনের বিরুদ্ধে এফআইআর করে সিবিআই।
[আরও পড়ুন- অভিষেকের দায়ের করা মামলায় অমিত শাহকে সমন আদালতের, সোমবার হাজিরার নির্দেশ]
বেশ করেক মাস ধরে কয়লা পাচার কান্ডে সক্রিয় সিবিআই। যদিও লালার হদিস এখনও গোয়েন্দারা পাননি। লালার খোঁজে নেমেই সিবিআইয়ের হাতে কয়েকজন ব্যবসায়ী, ও সরকারি অফিসারের নাম উঠে আসে। লালাকে একাধিকবার হাজিরা দেওয়ার নোটিস পাঠিয়েছে সিবিআই। ইতিমধ্যেই লালার সম্পত্তি বাজেয়াপ্ত করার আর্জি জানিয়ে সিবিআইয়ের বিশেষ আদালতে আবেদন জানিয়েছে তদন্তকারী অফিসাররা। যদিও আদালত এই বিষয়ে এখনও কোনো রায় দেয় নি।
Comments are closed.