OTT প্লাটফর্মগুলিতে Pornographic content বন্ধ করতে কেন্দ্রের নজর কড়া হোক, সুপ্রিম কোর্ট
OTT প্লাটফর্মগুলিতে কী দেখানো হবে গোটা বিষয়টিতে হস্তক্ষেপ করবে কেন্দ্র।
OTT প্লাটফর্মগুলিতে কী দেখানো হবে তা নিয়ে নিয়ন্ত্রণের নির্দেশিকা প্রয়োজন। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয়েছে, Over the top (OTT) প্ল্যাটফর্ম গুলিতে মাঝেমধ্যেই পর্নোগ্রাফি কনটেন্টগুলি দেখানো হয়। ফলে এগুলির ওপর বিশেষ নজরদারি করা দরকার। তাই এদিন দেশের উচ্চ আদালত নির্দেশ দেয়, গোটা বিষয়টিতে কেন্দ্রের হস্তক্ষেপ করা জরুরী।
সম্প্রতি আমাজন প্রাইমের একটি ওয়েব সিরিজ “তাণ্ডব” নিয়ে বেশ জলঘোলা হয়েছিল। এর জেরে আমাজনের ভারতীয় প্রধান অপর্ণা পুরোহিতের বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়েছিল। অপর্ণা এলাহাবাদ আদালতে জামিনের আবেদন জানালে তা খারিজ করে দেওয়া হয়। এরপর তাঁকে দ্বারস্থ হতে হয় সর্বোচ্চ আদালতে।
এদিন সর্বোচ্চ আদালতের বিচারপতি অশোক ভূষণ জানান, এখন এই ধরণের মাধ্যমে সিনেমা বা সিরিজে খুবই পরিচিত। কিন্তু এর ওপর নজরদারি রাখা দরকার। কারণ এখানে পর্নোগ্রাফিও দেখানো হচ্ছে।
দীর্ঘদিন ধরে ওয়েব মাধ্যমগুলির ওপর নজরদারি রাখার চেষ্টা চালিয়েও ব্যর্থ হচ্ছে কেন্দ্রীয় সরকার। সেন্সরশিপের কাঁচিকে তোয়াক্কা না করেই সব ধরনের ছবি দেখাচ্ছে OTT প্ল্যাটফর্মগুলি।
Comments are closed.