অনলাইনে চলছিল জঙ্গী প্রশিক্ষণ! NIA অভিযানে ধৃত ৫ সন্দেহভাজন
পাক মদতে ইন্টারনেট ব্যবহার করে ভারতে জঙ্গি নিয়োগের কাজ করছিল তাঁরা।
ইসলামিক স্টেট (IS) গোষ্ঠীর সঙ্গে যুক্ত পাঁচজন সন্দেহভাজনকে গ্রেফতার করেন জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। সূত্রে খবর, পাক মদতে ইন্টারনেট ব্যবহার করে ভারতে জঙ্গি নিয়োগের কাজ করছিল এই ৫ জন। শুধু তাই নয়, জিজ্ঞাসাবাদের পর জানা গিয়েছে, মুসলিম যুবকদের অনলাইনে প্রশিক্ষণ এবং হামলা চালানোর পরিকল্পনা দেওয়া হচ্ছিল।
বেশ কিছুদিন ধরেই গোয়েন্দা দপ্তরের কাছে ইসলামিক স্টেট (IS) গোষ্ঠীতে নিয়োগ বিষয়ক খবর আসছিল। প্রতিনিয়ত নজরদারিও চালানো হচ্ছিল তাদের ওপর। বেশ কিছুদিন নজর রাখার পর এই বিষয় নিয়ে মামলা রুজু করা হয়। এরপর ৪৮ ঘণ্টার মধ্যে তদন্তে নামে NIA। তল্লাশি চালানো হয় কেরালা, কর্ণাটক, দিল্লি-সহ আরও বেশ কয়েকটি জায়গায়।
ধৃত ৫ জন সন্দেহভাজনের মধ্যে কেউ ইঞ্জিনিয়ার, কেউ অটোচালক, আবার কারও মোবাইলের দোকান ছিল।
Comments are closed.