শেষ মঙ্গলে প্রচারে ঝড় মমতা-শুভেন্দুর, নন্দীগ্রামে রোড শো শাহ, মিঠুনের
রবিবার থেকেই নিজের কেন্দ্র নন্দীগ্রামে রয়েছেন মমতা ব্যানার্জি
মঙ্গলবার, নন্দীগ্রামে প্রচারের শেষ দিন। অমিত শাহ থেকে মিঠুন চক্রবর্তী, বাংলার হেভিওয়েট কেন্দ্রে প্রচারে ঝড় তুলতে তৈরি সব পক্ষই।
রবিবার থেকেই নিজের কেন্দ্র নন্দীগ্রামে রয়েছেন মমতা ব্যানার্জি। দুদিন ধরে করেছেন একাধিক সভা এবং রোড শো। মঙ্গলবার, প্রচারের শেষ দিনও তার ব্যতিক্রম হল না।
ভাঙাবেড়া শহীদ বেদী থেকে সোনাচূড়া বাজার পর্যন্ত রোড-শো মমতার। ৩ কিলোমিটার পথ হুইলচেয়ার করে ঘুরবেন। এরপর দুপুর ১ টায় সোনাচূড়া, ২ টোয় বাঁশুলিচক লকগেট এবং ৩ টের সময় তেঙ্গুয়া মোড় ক্রসিংয়ে জনসভা করবেন মমতা।
নন্দীগ্রামেই আছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীও। তাঁর রোড শো তে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাহের আজকের প্রচারসূচী, বেলা ১২ টায় নন্দীগ্রামে রোড শো। সেখান থেকে চলে যাবেন পশ্চিম মেদিনীপুরে। সেখানেও রোড শো। দুপুর ৩ টে নাগাদ পাঁশকুড়া পশ্চিম বিধানসভা এলাকায় রোড শো সেরে অমিত চলে যাবেন ডায়মন্ডহারবারে।
আজ নন্দীগ্রামে শুভেন্দুর হয়ে প্রচার করবেন ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী। প্রথমে নন্দীগ্রামে প্রচার সারবেন। সূত্রের খবর, নন্দীগ্রামে শুভেন্দুর সমর্থনে একটি রোড শো করবেন মিঠুন।
Comments are closed.