অসমে বিজেপি প্রার্থীর গাড়িতে EVM! সাসপেন্ড ৪, পুনর্নির্বাচনের নির্দেশ
গাড়ির মালিক পাথরকান্দিতে বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু পাল
বাংলার পাশাপাশি দ্বিতীয় দফায় ভোট পর্ব শেষ হয়েছে অসমে। ভোটগ্রহণ পর্ব শেষ হতে না হতেই বৃহস্পতিবার EVM চুরি নিয়ে ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা যাচ্ছে বিজেপি প্রার্থীর গাড়িতে EVM মেশিন! ঘটনাটি অসমের করিমগঞ্জ জেলার। জানা গেছে, গাড়ির মালিক পাথরকান্দিতে বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু পাল।
স্যোশাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হওয়া মাত্র বরাকে গোলমাল শুরু হয়। পুলিশ শূন্যে ফায়ার করে লাঠিচার্জ করে।
এই ঘটনার পর কমিশন রাতাবাড়ির সেই পোলিং স্টেশনে পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে। এছাড়াও জড়িত চার কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, একটি সাদা রঙের বোলেরো গাড়িতে EVM নিয়ে যাওয়া হচ্ছে। গাড়িটি বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দুর বলে ভিডিওতে দাবি করা হয়েছে।
এই ভিডিও নিয়ে কংগ্রেসের প্রিয়াঙ্কা গাঁধী সহ বিরোধীরা বিজেপিকে আক্রমণ করেছেন।
.. The EC needs to start acting decisively on these complaints and a serious re-evaluation of the use of EVM’s needs to be carried out by all national parties. 3/3
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) April 2, 2021
EC की गाड़ी ख़राब,
भाजपा की नीयत ख़राब,
लोकतंत्र की हालत ख़राब!#EVMs— Rahul Gandhi (@RahulGandhi) April 2, 2021
This is the only way the BJP can win Assam: by looting EVMs. EVM capturing, like there used to be booth capturing. All under the nose of the Election Commission. Sad day for democracy. #EVM_theft_Assam #AssamAssemblyElection2021 https://t.co/5dmlu67Uui
— Gaurav Gogoi (@GauravGogoiAsm) April 1, 2021
বৃহস্পতিবার অসমে ৩৯ আসনে দ্বিতীয় দফায় ভোট হয়েছে। ৭৭ শতাংশের বেশি ভোট পড়েছে।
Comments are closed.