দ্বিতীয় দফার ৩০ টি আসনে ভোট পর্ব শেষ। ৬ এপ্রিল রাজ্যে তৃতীয় দফায় ভোট। ভোটের মুখে ফের প্রার্থীদের হয়ে প্রচারে নামলেন ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী।
শুক্রবার মিঠুনের প্রচারসূচীতে ছিল, দু’টি রোড শো এবং হাওড়ার ডুমুরজলায় জনসভা। প্রথমে হুগলির পুরশুড়ায় রোড শো করেন সুপারস্টার মিঠুন চক্রবর্তীর। সেখানে ৪ কিমি রাস্তায় রোড শো করবেন বিজেপি তারকা প্রচারক। রাস্তার দু’পাশে মানুষের ভিড় উপচে পড়ছিল। কার্যত মহাগুরুকে ঘিরে জনসমুদ্র তৈরি হয়েছিল।
পুরশুড়ায়া সভা শেষ করে শ্যামপুরের উদ্দেশে রওনা হন তিনি। সেখানকার বিজেপি তারকা প্রার্থী তনুশ্রী চক্রবর্তীর হয়ে রোড শো করেন। শ্যামপুরের পর্ব মিটিয়ে ডুমুরজলায় সভা করেন মহাগুরু।
এর আগে বৃহস্পতিবার চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী লকেট চ্যাটার্জির হয়ে প্রচার করেন মিঠুন চক্রবর্তী। সেদিনও তাঁর গাড়ি ঘিরে বহু মানুষের ঢল দেখতে পাওয়া যায়।
Comments are closed.