মহিলাকে ভোটদানে বাধা তৃণমূল কর্মীর। নিমেষে ভাইরাল ভিডিও। জানা যাচ্ছে, দক্ষিণ ২৪ পরগণার বিষ্ণুপুরের ১২৩ নম্বর বুথে ভোট দিতে যাচ্ছিলেন এক মহিলা। বুথে যাওয়ার পথে রাস্তায় তাঁকে হুমকি দেন এক তৃণমূল কর্মী। সেখানেই বচসা বেঁধে যায় দু’জনের। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, তৃণমূল কর্মী ওই মহিলাকে হাত দিয়ে ধাক্কা দিচ্ছেন। কিন্তু দমানো যায়নি মহিলাকে। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে তাঁর বাড়ির অ্যাসবেস্টাস ভাঙ্গার অভিযোগ করতে শোনা যায় ভাইরাল ভিডিওতে। ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি TheBengalStory।
তৃণমূল কর্মীর বাধা পেরিয়ে অবশেষে নেপালগঞ্জের বুথে ভোট দিতে যান ওই মহিলা ভোটার। ওই ভাইরাল ভিডিও জমা দিয়ে কমিশনে নালিশ জানায় সিপিএম। ভাইরাল ভিডিওর ভিত্তিতে জেলাশাসকের কাছে রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।
অত্যন্ত দ্রুততার সঙ্গে অভিযুক্তকে আটক করে পুলিশ। তবে যে মহিলাকে হুমকি দেওয়া হয়েছিল, তাঁর খোঁজ মেলেনি। ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী, সেক্টর অফিসার।
Comments are closed.