রাতের অন্ধকারে ভাঙ্গা হচ্ছে তৃণমূলের ক্যাম্প অফিস! ভাঙছেন যারা তাদের পরনে খাকি উর্দি। চতুর্থ দফার ভোটের আগে এমনই দৃশ্য দক্ষিণ ২৪ পরগণার বজবজ কেন্দ্রে।
তৃণমূলের পক্ষ থেকে একটি টুইট করা হয়েছে। সেই টুইটে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, বজবজের মায়াপুরে ভোটের জন্য তৃণমূলের যে ক্যাম্প অফিস বানানো হয়েছিল, তা ভেঙে ফেলছেন খাকি উর্দিধারি কয়েকজন।
Men in camouflage or BJP goons?
SHOCKING visuals of Central Forces vandalising Trinamool Camps at Mayapur in Budge Budge Assembly!
At whose behest is this being done?@narendramodi ji, @AmitShah ji, @ECISVEEP @CEOWestBengal– EVERYONE must clarify this! pic.twitter.com/6LWl5Wx7ft
— All India Trinamool Congress (@AITCofficial) April 9, 2021
টুইটে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর ছদ্মবেশে বিজেপির গুণ্ডারা এই কাজ করেছে। কার নির্দেশে এইসব হচ্ছে? প্রশ্ন করা হয়েছে টুইটে। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পক্ষপাতদুষ্ট বলে তৃণমূলের অভিযোগ নতুন নয়। এবার উর্দিধারীদের গুন্ডামির ভিডিও তুলে ধরে তারই প্রমাণ দেওয়া হল বলে দাবি তৃণমূলের। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি TheBengalStory.
এই ভিডিও সম্পর্কে অমিত শাহ, নরেন্দ্র মোদী এবং নির্বাচন কমিশনের মতামত চেয়েছে তৃণমূল।
এই ভিডিও প্রকাশ করে টুইট করেছে তৃণমূল। তারপর সেই ভিডিও রিট্যুইট করেন তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জি ও মহুয়া মৈত্র।
Comments are closed.