৩ দিন আটকাবে চতুর্থ দিন হাজির হব, নিষেধাজ্ঞা নিয়ে বললেন মমতা, ভিডিও কলে কথা

কোচবিহারে প্রবেশে ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞা জারি করেছে কমিশন। তাই শিলিগুড়ি পৌঁছেও শীতলকুচি যাওয়া হল না মমতা ব্যানার্জির। তৃণমূলের অভিযোগ, মমতাকে আটকাতেই কমিশন এই সিদ্ধান্ত নিল। 

এদিকে কমিশনের সিদ্ধান্তে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রী ট্যুইটে লিখেছেন, কমিশনের উচিত মডেল কোড অফ কন্ডাক্টের নাম বদলে মোদী কোড অফ কন্ডাক্ট করে দিক। তারপর তৃণমূল নেত্রীর চ্যালেঞ্জ, বিজেপি যা ইচ্ছে করতে পারে কিন্তু আমাকে আমার মানুষগুলো সঙ্গে দেখা করা থেকে আটকাতে পারবে না। 

ওরা কোচবিহারে আমার ভাই-বোনেদের সঙ্গে আমার দেখা করা ৩ দিন আটকাতে পারে। কিন্তু চতুর্থ দিন আমি সেখানে হাজির হব। 

কমিশনের নিষেধাজ্ঞা নিয়ে আক্রমণ শানিয়েছেন অভিষেক ব্যানার্জিও।

কমিশনের নির্দেশে মমতা ব্যানার্জির শীতলকুচি যাওয়া না হলেও মৃতদের পরিবারের সঙ্গে ভিডিও কলে কথা বলেন তিনি। সাংবাদিক বৈঠকেই মৃতদের পরিজনকে মমতা জানান, তিনি সব কটি পরিবারের পাশে আছেন। মমতা বলেন, শীতলকুচিতে গণহত্যার ঘটনা ঘটেছে। আমি যাতে ওখানে পৌঁছতে না পারি সেই জন্য নিষেধাজ্ঞা জারি কড়া হয়েছে। ৭২ ঘণ্টা সময় ধরে ওখানে প্রমাণ লোপাটের কাজ চলবে। অভিযোগ মমতার। 

Comments are closed.