সংকটের মুহূর্তে কোথায় ফোন? কীভাবে হবে ব্যবস্থা? বহুমুখী হেল্পলাইন চালু রাজ্যের
তৎক্ষণাৎ পরিষেবা পেতে বহুমুখী হেল্পলাইন নম্বর চালু করল রাজ্য সরকার
রাজ্যে করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রকোপ ক্রমেই বাড়ছে। ইতিমধ্যেই সরকারি হাসপাতালগুলিতে বেড বাড়ানো থেকে অ্যাম্বুলেন্স পরিষেবা সহ নানা পদক্ষেপ নিয়েছে রাজ্য। সংকটের সময় যাতে তৎক্ষণাৎ পরিষেবা পান সাধারণ মানুষ তাই বহুমুখী হেল্পলাইন নম্বর চালু করল রাজ্য সরকার।
গত বছর করোনার সময় রাজ্য সরকার একটি বহুমুখী হেল্পলাইন নম্বর চালু করেছিল। সেই হেল্পলাইন এবারও বহাল থাকল। ইন্টিগ্রেটেড নম্বরটি হল- ১৮০০-৩১৩৪৪৪-২২২।
এই হেল্পলাইন নম্বরে যেসব পরিষেবাগুলি দেওয়া হবে, তা হল- সাধারণ যে কোনও কোভিড সংক্রান্ত জিজ্ঞাসা, সাইকোলজিক্যাল কাউন্সেলিং (সকাল ৯ টা থেকে রাত ৯টা), সরকারি ফ্রি কোভিড হাসপাতালে ভর্তির সাহায্য, ফ্রি সরকারি অ্যাম্বুল্যান্স, টেলিমেডিসিন (অডিও-ভিস্যুয়াল)
পশ্চিমবঙ্গ সরকার সকলকে বর্তমান পরিস্থিতিতে সতর্ক থাকতে অনুরোধ করছে। নিম্নলিখিত নির্দিষ্ট গুরুত্বপূর্ণ পরিষেবাগুলির নং সহজেই সঙ্গে রাখা যেতে পারে:
ইন্টিগ্রেটেড হেল্পলাইন নং – ১৮০০-৩১৩-৪৪৪-২২২
সরকারি অ্যাম্বুলেন্স পরিষেবা পেতে অতিরিক্ত ফোন নম্বর – (০৩৩) ৪০৯০-২৯২৯
(3/4) pic.twitter.com/XKwYd2uWEF— Department of Health & Family Welfare, West Bengal (@wbdhfw) April 23, 2021
KMC Control Room (24×7) – (033) 2286-1212/1313
Ambulance (24×7) – (033) 2219-7202/2241-1225
WhatsApp – 833598888
(2/4)— Department of Health & Family Welfare, West Bengal (@wbdhfw) April 23, 2021
এছাড়াও কোভিড রোগীদের জন্য কলকাতার সরকারি অ্যাম্বুলেন্স পরিষেবা পেতে অতিরিক্ত ফোন নম্বর- ০৩৩-৪০৯০-২৯২৯
কলকাতা পুরসভার কন্ট্রোল রুম (২৪x৭) – (০৩৩) ২২৮৬-১২১২/১৩১৩ অ্যাম্বুলেন্স (২৪x৭) – (০৩৩) ২২১৯-৭২০২/২২৪১-১২২৫ হোয়াটসঅ্যাপ – ৮৩৩৫৯৮৮৮৮৮
রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। বৃহস্পতিবার রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়েছেন ১১ হাজার ৯৪৮ জন। গত ২৪ ঘণ্টায় রাজ্যে মৃত্যু হয়েছে ৫৬ জনের। শুধুমাত্র উত্তর ২৪ পরগনা এবং কলকাতাতেই ৫ হাজারের বেশি সংক্রমিত।
Comments are closed.