সুপ্রিম কোর্টের ৪৮ তম প্রধান বিচারপতি পদে শপথ এন ভি রামানার

দেশের ৪৮তম প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন এন ভি রামানা। কোভিড বিধি মেনে রাষ্ট্রপতি ভবনে তাঁকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবারই বিচারপতি এস এ বোবদে অবসর নিয়েছেন।

বিদায়ী অনুষ্ঠানে রামানা বলেছিলেন, কোভিডের বিরুদ্ধে লড়াই চলছে। আমরা খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। এই ভাইরাসে সংক্রমিত হচ্ছেন আইনজীবী, বিচারক এবং আদালতের কর্মীরা। সংক্রমণ রুখতে কিছু কঠিন পদক্ষেপের প্রয়োজন। সকলকে একসঙ্গে সেই পদক্ষেপ নিতে হবে।

৬৩ বছরের এন ভি রামানা ১৯৫৭ সালের ২৭ আগষ্ট অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার জন্মগ্রহণ করেন। বিচারপতি কে সুব্বা রাওয়ের পর তিনিই অন্ধপ্রদেশ থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হলেন।

প্রধান বিচারপতি রামানা এর আগে আইনজীবী হিসেবে কাজ করেছেন অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট, সেন্ট্রাল এবং অন্ধ্রপ্রদেশ অ্যাডমিনিসট্রেটিভ ট্রাইবুনাল ও সুপ্রিম কোর্টে। এরপর ২০০০ সালের ২৭ জুন তিনি অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের স্থায়ী বিচারক হিসেবে নিযুক্ত হন। ২০১৩ সালের মার্চ থেকে মে মাস পর্যন্ত অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে কাজ করেন। ২০১৩ সালে তিনি দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি হন। সুপ্রিম কোর্টে যান ২০১৪ সালে।

Comments are closed.