মাদ্রাজ হাইকোর্ট আর তৃণমূল এক সুরে কথা বলছে! মন্তব্য বিজেপি নেতা শমীক ভট্টাচার্যের
মানুষের জন্য আদালত, আদালতের জন্য মানুষ নয়
করোনা নিয়ে কমিশনকে ভর্ৎসনা প্রসঙ্গে নজিরবিহীন ভাষায় মাদ্রাজ হাইকোর্টকেই বিঁধলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। বললেন, ব্রাজিল, জার্মানি, দিল্লি, মহারাষ্ট্র, হরিয়ানায় ভোট হচ্ছে না। তাহলে কেন কমিশনকে দোষারোপ? এই ধরনের মন্তব্যে বিচারবিভাগ কালিমালিপ্ত হচ্ছে। তিনি বলেন, মানুষের জন্য আদালত, আদালতের জন্য মানুষ নয়।
মাদ্রাজ হাইকোর্টের মন্তব্যের তদন্ত হওয়া উচিত বলে দাবি করে শমীক ভট্টাচার্য বলেন, পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে কেন প্রধানমন্ত্রী আর অমিত শাহকে দায়ী করা হচ্ছে? এর আগে ২০১১ তে মমতা ব্যানার্জির দলের তখনকার নেতা মুকুল রায় কেন ৮ দফা করানোর জন্য বলেছিলেন? মাদ্রাজ হাইকোর্টের বিচারপতির মন্তব্য হতাশাজনক এবং দূর্ভাগ্যজনক বলে অভিযোগ শমীকের। জানান, বারবার নির্বাচন কমিশন আর প্রধানমন্ত্রীকে দোষ দেওয়া হচ্ছে। কিন্তু ২০১১ তে কেন মমতা ব্যানার্জি ৮ দফায় ভোট করাতে চেয়েছিল? কেন বলেছিল পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী চাই! করোনা পরিস্থিতি রাজ্য সরকারের পদক্ষেপ নিয়েও কটাক্ষ করেন শমীক ভট্টাচার্য। বলেন, করোনার দ্বিতীয় ঢেউয়ে রাজ্য সরকারের একটাও সদর্থক পদক্ষেপ দেখাক! বরং সরকারি হাসপাতালে বেডের সংখ্যা কমেছে।
মমতা ব্যানার্জিকে আক্রমণ করে বলেন, মাদ্রাজ হাইকোর্টের মন্তব্যকে টেনে এনে কোভিডের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় নিজেদের ব্যর্থতা ঢাকতে চাইছে তৃণমূল। মাদ্রাজ হাইকোর্টের মন্তব্য আর তৃণমূলের বক্তব্য একই সূত্রে বাঁধা। বিজেপি নেতার মন্তব্য, হাইকোর্টের মন্তব্যেরই তদন্ত হওয়া উচিত।
Comments are closed.