মিথ্যে অক্সিজেন সংকট তৈরি করলে হাসপাতালের বিরুদ্ধে NSA, যোগী-নির্দেশিকা ঘিরে একাধিক প্রশ্ন
অতিরিক্ত মুখ্য সচিব বলেন, কিছু হাসপাতাল দাবি করছে তাদের কাছে অক্সিজেন নেই, কিন্তু তদন্ত করে জানতে পেরেছি ওই হাসপাতালগুলিতে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করা হয়েছে
কোনও হাসপাতাল অক্সিজেনের সঙ্কট রয়েছে বলে মিথ্যে দাবি করলে, সরকার সেই হাসপাতালের বিরুদ্ধে NSA আইনে কড়া ব্যবস্থা নেবে। বিবৃতি দিয়ে জানালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
যোগী রাজ্যের অতিরিক্ত মুখ্য সচিব নভনীত সায়গল জানান, জাতীয় নিরাপত্তা আইনের ধারায় অতিমারির সময় কোনও সংস্থা বা ব্যক্তি আতঙ্ক ছড়ানোর চেষ্টা করলে, বিশেষত অক্সিজেন নেই বা এই জাতীয় ভুয়ো খবর রটালে রাজ্য সরকার তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করবে।
অতিরিক্ত মুখ্য সচিব বলেন, কিছু হাসপাতাল দাবি করছে তাদের কাছে অক্সিজেন নেই, কিন্তু তদন্ত করে জানতে পেরেছি ওই হাসপাতালগুলিতে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ করা হয়েছে। এই ধরণের মিথ্যে দাবি যে হাসপাতাল করছে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে।
পাশাপাশি তিনি আরও বলেন, যে হাসপাতালগুলিতে প্রকৃত অক্সিজেনের ঘাটতি রয়েছে তারা জেলা শাসক অথবা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে অক্সিজেনের জন্য আবেদন করতে পারে।
উল্লেখ্য, সোমবার রিলায়েন্স এবং টাটা’র পক্ষ থেকে উত্তরপ্রদেশে অক্সিজেন সরবরাহের প্রস্তাব দেওয়া হয়েছে। সরকার ইতিমধ্যেই ওই দুই প্রতিষ্ঠানের প্রস্তাবে মান্যতা দিয়েছে।
সেই সঙ্গে এদিন নভনীত সায়গল আরও জানান, রাজ্যে অক্সিজেন উৎপাদনের বৃদ্ধির জন্য সমস্তরকম প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। পাশাপাশি তিনি বলেন, সমস্ত সরকারি, বেসরকারি হাসপাতাল, এবং কোভিড কেয়ার ইউনিট গুলিতে মজুত অক্সিজেনের হিসেবে রাখবে রাজ্য।
[আরও পড়ুন- জীবন বাঁচানোই অগ্রাধিকার, করোনা নিয়ে কড়া বার্তা সুপ্রিম কোর্টের]
রাজ্যের হাসপাতালে যে অক্সিজেনের অভাব রয়েছে তা দিনের আলোর মতো স্পষ্ট। দু’দিন আগেও মুখ্যমন্ত্রী আদিত্যনাথ দাবি করেছিলেন, রাজ্যে করোনা সংক্রমণ নেই বললেই চলে। পর্যাপ্ত অক্সিজেন মজুত আছে বলেও দাবি ছিল তাঁর। তারপরই উত্তরপ্রদেশ সরকারের জাতীয় নিরাপত্তা আইনের ধারায় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি। এই প্রেক্ষিতে প্রশ্ন উঠছে, সত্যিই কি গুজব রুখতে নাকি বেসরকারি হাসপাতালের মুখ বন্ধ করতেই তড়িঘড়ি কড়া পদক্ষেপ যোগী সরকারের?
Comments are closed.