গণনার খবর সম্প্রচার করবে না Times Now, শুধুমাত্র করোনা সংক্রান্ত খবর সম্প্রচারের সিদ্ধান্ত চ্যানেলের
দেশে হাহাকার ফেলেছে করোনার দ্বিতীয় ঢেউ। মৃত্যু মিছিল। মানুষের আর্তনাদ সব জায়গায়। এই পরিস্থিতিতে বাংলা সহ ৪ রাজ্য ও একটি কেন্দ্র শাসিত অঞ্চলের ভোট গণনা ২ মে। এবার সেই গণনা সংক্রান্ত কভারেজ বন্ধ করে দিল ইংরেজি নিউজ চ্যানেল Times Now.
ট্যুইট করে চ্যানেল জানিয়েছে, ভোটের কভারেজের চেয়েও করোনা অতিমারি বড় চ্যালেঞ্জ। তাই আমরা সমস্তরকম ভোট সংক্রান্ত রিপরতিং বন্ধ রাখলাম। দেশের করোনা সংকটের দিকেই শুধু নজর দিতে চাই।
TIMES NOW suspends its election results coverage for 4 States & 1 UT on May 2. pic.twitter.com/dV19Q3tN6N
— TIMES NOW (@TimesNow) May 1, 2021
শুক্রবার করোনায় মৃত্যু হয়েছে আজতক চ্যানেলের সিনিয়ার অ্যাঙ্কর রোহিত সরদানার। প্রশ্ন উঠেছে, এই খবর পাওয়ার পরও সংশ্লিষ্ট চ্যানেল এক্সিট পোলেই ব্যস্ত ছিল! প্রায় প্রতিদিনই মিডিয়া কর্মীদের মৃত্যু সংবাদ আসছে। তাঁদের টিকাকরণের জন্য কিছুই করেনি সরকার। ফলে মানুষের দুর্দশার খবর করতে গিয়ে তাঁরা সংক্রমিত হয়ে পড়ছেন। এই অবস্থায় ভোট গণনা সংক্রান্ত সমস্ত খবর সম্প্রচার বন্ধ রাখল Times Now. এবার দেখতে হবে Times Now এর এই পদক্ষেপে আর কারা যোগ দেয়।
Comments are closed.