তৃতীয় বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা ব্যানার্জি। বিপুল আসনে জয় ঘসফুল শিবিরের। আর এবার এই জয়কে কটাক্ষ করে বিস্ফোরক ট্যুইট, অভিনেতা কঙ্গনা রানাওয়াতের।
রবিবার দুপুরে কঙ্গনা ট্যুইটে লেখেন, বাংলাদেশি এবং রোহিঙ্গারা মমতা ব্যানার্জির সবথেকে বড় শক্তি। ট্যুইটে অভিনেতার বিস্ফোরক দাবি, ফলাফলের প্রবণতা দেখে মনে হচ্ছে, বাংলায় হিন্দুরা আর সংখ্যা গরিষ্ঠ নয়। সেই সঙ্গে তিনি এও লেখেন, পরিসংখ্যান বলছে বাঙালি মুসলিমরা দরিদ্র এবং সারা দেশে সবথেকে বেশি উপেক্ষিত।
ট্যুইটের শেষ লাইনে তাঁর বিতর্কিত উক্তি, দেশের মধ্যে আর একটি কাশ্মীর তৈরি হতে চলেছে।
Bangladeshi's and Rohingyas are biggest strength of Mamata…. with the way trend is looking shows Hindus are no more majority there, and according to the data Bangali Muslims are the poorest and most deprived in whole India, good another Kashmir in the making… #Elections2021
— Kangana Ranaut (@KanganaTeam) May 2, 2021
বিজেপি নেতারা বাংলায় প্রচারে এসে একাধিকবার বলেছেন, ক্ষমতায় ফিরলে তাঁরা অনুপ্রবেশ বন্ধ করবেন। তাঁদের দাবি, বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারীরাই তৃণমূলের বিরাট ভোটব্যাংক। এদিন কঙ্গনার ট্যুইটেও কার্যত সেই দাবিরই পুনরুত্থাপন হল।
এর আগেও একাধিকবার বিতর্কিত ট্যুইট করে খবরের শিরোনামে উঠে এসেছেন কঙ্গনা। তৃণমূলের জয় নিয়ে সারা দেশের বিশিষ্ঠ মানুষেরা যখন মমতা ব্যানার্জিকে শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন, সেই মুহূর্তে কঙ্গনা ট্যুইট করে ফের একবার বিতর্ক তৈরি করলেন।
ইতিমধ্যেই কঙ্গনার ট্যুইটের তীব্র নিন্দার ঝড় উঠেছে একাধিক মহলে। অনেকে বলছেন, এই ট্যুইটের জন্য কঙ্গনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া উচিত।
Comments are closed.