বসছে না প্রধান বিচারপতির বেঞ্চ, সুব্রত, ফিরহাদরা আজও কারাবাসে

কবে শুনানি হবে তা এখনও জানানো হয়নি। ফলত, রাজ্যের চার হেভিওয়েট নেতাকে আজও থাকতে হবে হেফাজতে।

বৃহস্পতিবার হচ্ছে না নারদ মামলার শুনানি। বাড়ল ৪ হেভিওয়েটের কারাবাসের মেয়াদ। অনিবার্য কারণবশত এদিন শুনানি স্থগিত রেখেছেন কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। বিজ্ঞপ্তি দিয়ে জানাল হাইকোর্ট।

কবে শুনানি হবে তা এখনও জানানো হয়নি। ফলত, রাজ্যের চার হেভিওয়েট নেতাকে আজও থাকতে হবে হেফাজতে।

সুব্রত মুখার্জি, শোভন চ্যাটার্জি, মদন মিত্র চিকিৎসাধীন রয়েছেন এসএসকেএম হাসপাতালে। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম রয়েছেন প্রেসিডেন্সি জেলে। সোমবার নারদ মামলায় চার নেতাকে সাত সকালে বাড়ি থেকে গ্রেফতার করে সিবিআই।

তৃণমূল সূত্রের খবর, হাই কোর্টে ৪ অভিযুক্তের তরফে আবেদন জানানো হবে যাতে প্রধান বিচারপতির এজলাস বন্ধ থাকলে অন্য এজলাসে যেন মামলাটির শুনানি দেওয়া হয়।

Comments are closed.